একটা পাখি শিস দিয়ে যায়
সকাল থেকে রাত্রি
আমি হবো সে পাখিটার
আকাশ পথে যাত্রী।

সে পাখিকে আমরা সবে
দোয়েল নামে ডাকছি
ছোট্ট বেলায় খাতায় খাতায়
রঙতুলিতে আঁকছি।

কত্তরকম পাখপাখালি
সকাল-সন্ধ্যা ডাকছে
এ ডাল ছেড়ে ঐ ডালে সব
মাথা গুঁজে থাকছে।

ঘরবাড়ি নাই থাকার মতো
বৃক্ষে বাসা বাঁধছে
সে বাসাতে এই পাখিরা
হাসছে এবং কাঁদছে।

তবু তারা মহাখুশি
সকাল-বিকেল উড়ছে
খাবার খোঁজে বেরই তারা
এদিক-ওদিক ঘুরছে।

Share.

মন্তব্য করুন