মেঘলা আকাশ বৃষ্টি বাতাস
উদাস মেঘের ভেলা
বিজলি চমক, মেঘের ধমক
মেঘ রাজাদের খেলা।

মেঘের কোলে সূর্য দোলে
রৌদ্র ছায়ার দোলায়-
হঠাৎ দুপুর বাজায় নূপুর
বৃষ্টি মধুর বেলায়।

বৃষ্টি পরে কান্না ঝরে
স্বপ্ন ভাঙার গানে
গানের সুরে কোন সুদূরে
মনটা আমার টানে।

মনের মাঝে সকাল সাঁঝে
মন পাখিরা ডাকে
ডাক সে তো নয় ব্যথার বাদল
অশ্রুনদীর বাঁকে।

বৃষ্টি পরে দৃষ্টি জুড়ে
মন যমুনা ভাসে,
এক দুপুরের বৃষ্টি শেষে
এক ফালি রোদ হাসে।

Share.

মন্তব্য করুন