শব্দ কি আর হাঁটতে পারে?
আয় না বুঝি রুমে!
কান শোনে না মায়ের বকা
সকালবেলার ঘুমে…

কমলা রঙের রোদ পোহাবো
একলা বসে ছাদে,
যাইনি কোথাও- মায়ের মানা
দুপুর বুঝি কাঁদে?

বিকেল যেন দুষ্টু চড়াই
মন কেড়ে নেয় শুধু;
আম্মু বকেন খেলিস নে আর
বুকটা খালি ধুধু।

সন্ধ্যা ডাকে তারার মেলা
দেখলে খুকি আয়
মন কি বসে তুমিই বল
পড়ার টেবিলটায়?

রাত্রি নামে চাঁদ-তারাদের
ভীষণ মজা বুঝি!
খেলবো শুধু একটু সময়
সময় কোথায় খুঁজি?

Share.

মন্তব্য করুন