প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাই।

খুব মজা নিয়ে ঈদের আনন্দ উদযাপন করেছো। এখন সবার স্কুলে ব্যস্ততা বেড়েছে। পরীক্ষা এসে পড়লো বলে! লেখাপড়া ভালো করে করা চাই। পরীক্ষা খারাপ যেনো না হয়! মন দিয়ে পড়াশোনা করতে হবে। অবশ্য পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, জানার জন্যেও।

এদিকে বর্ষা ঋতু এসে পড়লো। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। বর্ষা হলো কদম ফুলের দিন। কেয়া ফুলের দিন। শুধু কি কদম কেয়া! না। বর্ষা মৌসুমে কত রঙের ফুল যে ফোটে তার কোনো হিসাব নেই। সবচেয়ে বেশি ফুল ফোটে বর্ষায়। গাছের পাতাগুলো কি দারুণ সবুজ। তেলতেলে সব পাতা বৃষ্টির পানির ছোঁয়ায় আনন্দে দুলতে থাকে। নদীগুলো ছুটতে থাকে দ্বিগুণ বেগে। মাঠঘাট পানিতে থৈথৈ। গ্রামে রাস্তাগুলো কেমন ডুবু ডুবু। আর রাজধানীর রাস্তা তো রীতিমতো নদী হয়ে ওঠে।
সাবধানে থাকতে হবে বৃষ্টি দিনে। ঠাণ্ডা যেনো লেগে না যায়। ভালো থেকো সবাই।

Share.

মন্তব্য করুন