প্রজাপতির রঙিন পাখায় স্বপ্ন থাকে আঁকা,
এই শহরের শিশুগুলোর ঘরের ভেতর থাকা।
পায় না তারা গাঁয়ের ছোঁয়া রঙিন প্রজাপতি,
একটুখানি ঘুরলে নাকি লেখাপড়ায় ক্ষতি।
পুকুর জলে করলে গোসল সর্দি নাকি বাড়ে,
তাই তো তারা একে একে গাঁয়ের মায়া ছাড়ে।
মোবাইলে গেম সে খেলে সময় করে পার,
ছাদে গেলে বাবা জানলে মটকে দেবে ঘাড়।
এই শিশুরা পায় না তো স্বাদ নানান পিঠাপুলির,
জড়ায় না তো ওরা কভু মেঠোপথের ধূলির।
রেস্তোরাঁতে গিয়ে ওরা ফাস্টফুডটা খায়,
ওদের দেখে গাঁয়ের মায়া কষ্ট নিয়ে যায়।

Share.

মন্তব্য করুন