গণি মিয়ার আমের ডালে পড়ছে চড়ে রনি
ভরদুপুরে তার কপালে নামলো শেষে শনি,
লাঠি হাতে গণি মিয়া খুব যে জোরে হাঁকে
দুষ্ট রনি পা দিয়েছে লাল পিঁপড়ের চাকে।

লাল পিঁপড়ের কামড় খেয়ে ক্ষত রনির দেহ
ভরদুপুরে রনির খবর জানলো না তো কেহ,
ব্যথায় ব্যথায় রনির দেহ ভীষণ জ্বরে কাঁপে
কুকড়ে মরে দুষ্ট রনি একশ ডিগ্রি তাপে।

শেষ বিকেলে গণি মিয়া আসল তাদের বাড়ি
ঝাঁঝালো এক কড়া কথায় দিল ভীষণ ঝাড়ি,
রনির এমন আচরণে কষ্ট পেলো মায়ে
কেমন করে মুখ দেখাবে নিজের পাড়া গাঁয়ে?

রনির মায়ের শাসন আবার খুব যে বেশি কড়া
মায়ের ভয়ে জ্বরের গায়ে করলো আদায় পড়া,
আজকে রনি পণ করেছে থাকতে জীবন বাকি
কাউকে আর দেবে না সে একটুখানি ফাঁকি।

Share.

মন্তব্য করুন