ঝিনুকের মাঝে মুক্তা জ্বলে
কে দেখে তার শোভা
আড়াল হলে কেউ কি দেখে
লুকিয়ে রাখা প্রভা?

আড়াল হলে কে আর তোকে
করবে পুষ্পে বরণ
পিছু হটে গেলে কে আর
করবে মূল্যায়ন।

কিসের লজ্জা, আর কেন ভাই
লুকোচুরি খেলা
নিজকে কেন তুচ্ছ ভাবো
করো অবহেলা?

নিজ প্রতিভা করতে প্রকাশ
তুচ্ছ করি ভয়
বাধার পাহাড় পেরিয়ে গেলেই
কাক্সিক্ষত বিজয়।

শিক্ষার্থী, ১০ম শ্রেণি, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।

Share.

মন্তব্য করুন