কাছের বন্ধু
দুই লোক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। একজন অন্যজনকে জিজ্ঞাসা করছে-
১ম ব্যক্তি : বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু?
২য় ব্যক্তি : যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না সে; নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে সে?
১ম ব্যক্তি : দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধু সে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, ‘খুব মজা হইছিল, না রে দোস্ত!’

গুলিস্তানের চাপাবাজ
একই বিমানে যাচ্ছেন তিন দেশের তিন লোক। একজন আমেরিকার, ২য় জন রাশিয়ার ও ৩য় জন বাংলাদেশের। একসঙ্গে তারা কিছু গল্প করছিলেন। তখন রাশিয়ার লোকটি হাত বের করে বললেন-
রাশিয়ান : আমরা এখন সাইবেরিয়ার ওপর দিয়ে যাচ্ছি।
আমেরিকান : কেমন করে বুঝলেন?
রাশিয়ান : কারণ বাইরে অনেক ঠাণ্ডা।

কিছুক্ষণ পর আমেরিকার লোকটি হাত বের করে বললেন-
আমেরিকান : আমরা এখন নিউইয়র্কের ওপর দিয়ে যাচ্ছি। কারণ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সঙ্গে গুঁতা খেয়ে আমার হাত ছিলে গেছে।

শেষমেশ বাংলাদেশের জন হাত বের করে বললেন-
বাঙালি : আমরা এখন গুলিস্তানের ওপর দিয়ে যাচ্ছি।
রাশিয়ান : কী করে বুঝলেন?
বাঙালি : কারণ আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি ছিল, সেটা নাই হয়ে গেছে।

রেস্তোরাঁয় সাংসদ
রেস্তোরাঁয় সাংসদের খাওয়া শেষ হলে তার কাছে এগিয়ে এলো রেস্তোরাঁর শেফ। জিজ্ঞেস করলেন-
শেফ : আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে আপনার?
সাংসদ : কীভাবে বলি! ওই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

পত্রিকায় বিজ্ঞাপন
এক কৃপণ লোক গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে-
কৃপণ : ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?
কর্মকর্তা : ১০০ টাকা।
কৃপণ : ওহ! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা : স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ : আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।

ভুত-ভবিষ্যৎ
এক বন্ধু তার অন্য বন্ধুকে বলছে-
১ম বন্ধু : কী রে, প্রকাশকের সঙ্গে এতক্ষণ কী ফিসফাস করলি?
২য় বন্ধু : এই তো, আমার নতুন বইটার ভুত-ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ-আলোচনা করলাম।
১ম বন্ধু : তা তিনি কী বললেন?
২য় বন্ধু : বললেন, আমার বইয়ের ভুত আছে তিনি নিশ্চিত, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। হ

Share.

মন্তব্য করুন