প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক!

নিশ্চয়ই ভালো আছো সবাই- এটিই আশা করি। ভালো থাকতেই হবে! থাকতে হবে কেননা ঈদ এসে গেছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ মানে অন্যরকম দিন! ঈদের আনন্দের সাথে আর কোনো আনন্দ মেলে না। ঈদের খুশির সাথেও আর কোনো খুশি চলে না। এমন আনন্দ আর খুশি মিলেই আমাদের ঈদ উৎসব!
একমাস রোজা পালন শেষে ঈদ আসে, সবার জন্য খুশির বার্তা নিয়েই আসে। সবার জন্য সুখের পরিবেশ নিয়ে আসে ঈদের দিন। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সে আমেজ।

তোমরা নতুন পোশাক নিয়েছো জানি। ঈদের দিন নতুন পোশাকে নিজেকে সাজাতে খুব মজা! ছোট-বড় সবার গায়েই নতুন জামা। সবাই সুগন্ধি মেখে ঈদগাহে যায়। আহা, বাতাসে ছড়িয়ে পড়ে সে সুগন্ধির রেশ। ধনী-গরীব সবার মুখে হাসি ফোটে ঈদের দিন। তবে কিছু মুখ থাকে অসহায়! বড় অভাবী! ওদের জীবন বড় কষ্টের! বড় দুঃখী চোখ ওদের। তোমরা যারা ভালো আছো, সুখে এবং আনন্দে আছো- চেষ্টা করো ওদের মুখে হাসি ফোটাতে।
রোজা আমাদের অনেক কিছু শেখায়। ঈদও শেখায়। এসব শিক্ষাগুলো জীবনের জন্য খুব দরকারী। এগুলো জীবনের সাথে জড়িয়ে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের জীবনে ঈদের আনন্দ ও সৌন্দর্য ধরে রাখতে হবে সারাটি বছর! তবেই সুন্দর হবে সবার জীবন!

Share.

মন্তব্য করুন