যাচ্ছি বাড়ি, কিন্তু মনে কষ্টের নেই শেষ
কার জন্য কিনব এখন মালপোয়া সন্দেশ
কার জন্য মিষ্টি আপেল রসোমালাই দই
নাশপাতি বেল আখের চিনি আল হাদিসের বই

কার জন্য সুরমা আতর আচার বোয়াম ঠাসা
কার জন্য তসবিহ দানা কার জন্য হাসা
কার জন্য পশমি উলের আরামদায়ক চাদর
বলবে কে আর ‘দুষ্টু ছেলে’ মাথায় দিয়ে আদর

কে খাবে আর চিংড়িকারি জিয়ল মাছের ঝোল
কে হবে আর আমায় দেখে এতটা উতরোল
কার জন্য স্বপ্ন বোনা আর হবে না হায়
সামনে চলার সাহসটুকু যায় হারিয়ে যায়

কার জন্য আঁধার ঢাকা এই পৃথিবীর সব
আমার প্রাণে নেই সে সাড়া নেই সে অনুভব
চোখের আলো হঠাৎ করে বিলীন হয়ে গেল
তারপরে তো জীবন আমার সত্যি এলোমেলো

খোদার সেরা দান হারানোর দুঃখ কোথায় রাখি
এখনো যে মনের ভুলে তাকেই কেবল ডাকি
কেউ বোঝে না আমায় তেমন বুঝত যেমন মা
হারিয়ে যাওয়া মাকে যে আর কোথাও পাব না।

Share.

মন্তব্য করুন