নিত্য দেখি পথের ধারে অনাথ শিশু কতো
নিঃস্ব হয়ে ঘুরে বেড়ায় বিপথগামীর মতো।
খাবার-পোশাক পায় না তারা কষ্ট জমাট বুকে
দাঁড়ি-কমা নাই হৃদয়ে থাকে অনেক দুঃখে।

পথে ঘাটে জীবন চলে লোকের কাছে নত
অনাহারে দিন বয়ে যায় দুঃখ অবিরত।
নয়ন ভরে দেখেও মোরা অন্ধ হয়ে চলি
লোক সমাজে বলে বেড়াই মানবতার বুলি।

শিক্ষার্থী, নবম শ্রেণি, বিজ্ঞান বিভাগ
মেলান্দহ, জামালপুর

Share.

মন্তব্য করুন