মার্চ ২০২২ সংখ্যার শব্দজব্দ

পাশাপাশি :
১. ফলের নাম; ২. পরাধীন এর বিপরীত; ৩. আরবি মাসের নাম; ৪. কথাবার্তা; ৫. আকাশে ক্ষেপন করার যন্ত্রযান বিশেষ; ৬. সবুজ রঙের ছোটফল।

উপরনিচ :
১. ভাগ্য; ২. দস্তখত, সই; ৩. বাদশাহের প্রতিনিধি; ৪. সুগন্ধ ফুলের নির্যাস; ৫. জামা ও প্যান্ট সংলগ্ন ছোট থলি বিশেষ; ৬. টক, ঝাল ও তেল ইত্যাদি সহযোগে তৈরি।

 

ডিসেম্বর ২০২১ সংখ্যার
সমাধান

ডিসেম্বর ২০২১ সংখ্যার
সঠিক উত্তরদাতা

চট্টগ্রাম : মো. ইমাম হোসাইন সাঈম, বোয়ালখালী; তামিম হোসাইন, কালুরঘাট; এম নুরুল কাদের, বাঁশখালী; আবদুল্লাহ মোহাম্মদ তাহিব, লোহাগাড়া; মো. ওবায়দুল হক, আমিনুর রহমান।
পাবনা : মোহাম্মদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, নিবিড় মাহমুদ, ইদ্রীস আলী, সদর, পাবনা।
আব্দুল মোমিন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; জোবায়ের হোসেন আমনী, সোনাইমুড়ী, নোয়াখালী; আফিয়া জাহিন, কল্যাণপুর, ঢাকা; আহমেদ নাসিম, রামগতি, লক্ষীপুর; আব্দুল্লাহ আল মুহিত, ময়মনসিংহ; ফাহাদ হোসেন, সোনাইমুড়ী, নোয়াখালী; আনিচুর রহমান, পঞ্চগড়; আবু আব্দুল্লাহ, গাজীপুর।

ডিসেম্বর ২০২১ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. তামিম হোসাইন
২. আব্দুল মোমিন
৩. জোবায়ের হোসেন আমনী
৪. আফিয়া জাহিন
৫. আবদুল্লাহ মোহাম্মদ তাহিব

Share.

মন্তব্য করুন