আম্মা বলেন- বাপদাদারা
দুইশো বছর পান দলন
দলন বাড়ায় জন্ম নিলো
বৃটিশ খেদাও আন্দোলন।

আন্দোলনের ফলে হলো
ভারত এবং পাকিস্তান
পাকিস্তানের হয়নি স্বাধীন
পূর্বপাশের বাকি স্থান।

বাকি স্থানের মানুষগুলোর
সব অধিকার হয় গোপন
গোপন হওয়ায় বায়ান্নতে
স্বাধীন আঁটির হয় রোপণ।

রোপণ হওয়া সেই আঁটি হয়
একাত্তরের বটবিশেষ
বটবিশেষে দেখলো সবাই
‘বাংলাদেশ’ এই পটবিশেষ।

পটবিশেষের যত্ন নিয়ো
তোমরা দেশের ভবিষ্যৎ
ভবিষ্যতে দেশ স্বাধীনের
বর্ণনে হও নবিশ-সৎ!

Share.

মন্তব্য করুন