আমরা কোমল শিশুকিশোর
ফুলপাখিদের আড্ডাতে;
সকাল বিকাল পার করে দিই
সবুজ বনের মাঠটাতে।

কাক কোকিলের ঝগড়া দেখি
বুদ্ধি দেখি টুনটুনির;
ময়না দোয়েল মাছরাঙা আর
তোতার ডাকে ঝুনঝুনির।

শাপলা গোলাপ কদম বেলি
দেখি জবা চামেলি জুঁই;
হৃদয় বুকে আসর জমাই
গন্ধ ফুলের ফ্যামিলি ছুঁই।

পাখির ডাকে ফুলের গন্ধে
আমরা শিশুর ভোর যে হয়;
আলোর বাতি ঝিলিক মারে
বিশালাকার সূর্যে চয়।

Share.

মন্তব্য করুন