স্বাধীনতা মুক্ত পাখি
দরজা-খোলা খাঁচা
ধল-প্রভাতে দিন কি রাতে
বীর চেতনায় বাঁচা।

স্বাধীনতা স্বর্ণালি রোদ
ঘাসফড়িঙের ডানা
ঝলমলানো আলোকরাশি
স্বচ্ছ শামিয়ানা।

স্বাধীনতা জোছনা-আকাশ
শঙ্খচিলের ওড়া
সাঁঝমালতি, লাল জবা আর
সূর্যমুখীর তোড়া।

স্বাধীনতা বাউরি বাতাস
ঝাউ-বীথিকায় ছোটা
জুঁই-চামেলি-শাপলা-বেলির
পাপড়ি মেলে ফোটা।

স্বাধীনতা নীল জলাশয়
পাবদা পুঁটির নাচা
ফুল-পাতাতে উপচে পড়া
কুমড়ো-লাউয়ের মাচা।

স্বাধীনতা পালতোলা নাও
হালধরা মনমাঝি
কালবোশেখি ঝড়-তুফানে
একলা যেতে রাজি।
স্বাধীনতা শান্ত দীঘি
শানবাঁধানো সিঁড়ি
পান-চিবানো রঙিন দাদুর
বসতে দেওয়া পিঁড়ি।

স্বাধীনতা উদাস দুপুর
রাখাল ছেলের বাঁশি
শিশিরভেজা সবুজ ঘাসে
বউটুবানি হাসি।

স্বাধীনতা মিষ্টি বিকেল
বিষ্টি-রোদের খেলা
চুপ চুপ চুপ চড়–ইভাতি
মধুর ছেলেবেলা।

স্বাধীনতা চৈতালি চাঁদ
স্নিগ্ধ-সজল আঁখি
দূর নীলিমার সন্ধ্যাতারা
সোহাগ মাখামাখি।

স্বাধীনতা ঝরনাধারা
উছলে ওঠা নদী
ঢেউ-তির-তির এগিয়ে চলা
নিত্য নিরবধি।

স্বাধীনতা ইচ্ছেখাতা
খোকার আঁকিবুঁকি
ভরদুপুরে কলসি কাঁখে
জলকে চলা খুকি।

স্বাধীনতা রংধনু রং
সপ্তরঙা আলো
মেঘ গুড় গুড় বর্ষা শেষে
ফর্সা আকাশ ভালো।

স্বাধীনতা স্বর্গভূমি
পুণ্য বসতবাটি
বুকভরা সুখ-স্বপ্ন-আশা
পায়ের তলায় মাটি।

Share.

মন্তব্য করুন