লাল পলাশের ডালে ডালে
ঝিকমিকিয়ে রোদ হেসেছে
ফাগুন মাসের আগুন যেন
কৃষ্ণচূড়ায় আজ ভেসেছে।

গাছের ডালে পাখির ঠোঁটে
এ কোন লয়ের সুর উঠেছে
বনমহুয়ার পাতার ফাঁকে
মিষ্টি থোকা ফুল ফুটেছে।

ভাইয়ের শোকে মুখ গুঁজে কে
কাঁদছে বলো শাড়ির ভাঁজে
দিতে গিয়ে সান্ত¡না মার
বরকতেরা এ কোন সাজে?

বটপাকুড়ের নরম ছায়ায়
লিখল কারা বর্ণমালা?
অ আ ক খ- বর্ণ তো নয়
ভীষণ দামি স্বর্ণডালা।

মায়ের ভাষা আনল কিনে
রক্ত দিয়ে সেদিন যাঁরা
তাদের নিয়েই গাইছি এ গান
ইতিহাসে অমর তাঁরা।

Share.

মন্তব্য করুন