আমাদের পৃথিবীটা সুন্দর হোক
ভালোবাসাময় হোক মানুষের মন
জোৎ¯œার রঙে রঙে দিল ছুঁয়ে ছুঁয়ে
সুবাসিত হয়ে যাক আকাশ পবন

তোমার নিরব চোখ দিগন্তে মেলে
মুকুলের ঘ্রানে দেখ ওলিদের কাজ
দ্বন্দ্ব ও মন্দকে ভুলে যাই সব
হাতছানি দিয়ে ডাকে নিসর্গ আজ

মুক্তির সৌরভ বাতায়নে উঁকি দেয়
মোহন মায়ায় জাগে সকালের রবি
তমাল নিটোলঘন পুষ্প কানন জুড়ে
এসো আঁকি নতুন এক পৃথিবীর ছবি

এসো এসো স্বপ্নীল বন্ধুরা সব
বুকে নিয়ে হিম্মত, কাঁধে রাখি কাধ
হেরার আলোতে মুছে আধাঁর-কালি
আমরা ফেলবো ভেঙ্গে সকল বিবাদ

কাঁচারোদে সাদামেঘে সোনালী আভায়
শূন্যে মেলবো ডানা পাখির মতন
হেসে খেলে কেটে যাবে আগামীর দিন
চোখের শীতল রেখা মানিক রতন

এসো এসো হে নবীন হাতে রাখি হাত
জুলুমের হয়ে যাক যবনিকাপাত।

Share.

মন্তব্য করুন