জানুয়ারি ২০২২ সংখ্যার শব্দজব্দ


পাশাপাশি : ১. এক জন ভাষাশহীদ; ২. মজলুম জননেতা যার উপাধি; ৩. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
উপর-নিচ : ১. যে উদ্ভিদ বেড়ে ওঠার অবলম্বন হিসেবে গাছ বা অন্যকিছুতে জড়ায়; ২. লাল, সবুজ ও নীল; ৩. নিজের শব্দের সমার্থক; ৪. উপযুক্ত, শোভন; ৫. অসাধারণ প্রতিভা ও গভীর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি; ৬. মাসের কুড়ি তারিখ; ৭. ভাষার নাম।

নভেম্বর ২০২১ সংখ্যার সমাধান

নভেম্বর ২০২১ সংখ্যার সঠিক উত্তরদাতা

গাজীপুর : রিয়ামনি, জিনাত তাবস্সুম, সদর; গাজীপুর।
চট্টগ্রাম : মোহাম্মদ ফয়েজউদ্দিন, রিদুয়ানুল হক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহিব, তারেক উদ্দিন, লোহাগাড়া; নূরাইদা নাওফাত, নাদিরাহ নুজরাত, কেতোয়ালী; মোহাম্মদ জিয়াউদ্দিন, ডবলমুরিং; মুহাম্মদ সিহাব, মুহাম্মদ নাবিল, নাজমুস সাকিব নাবিল, সাতকানিয়া, চট্টগ্রাম।
ঢাকা : মো. সামিন ইয়াসার, ফারহান ইবনে বাশার, রামপুরা; মুহাম্মদ উল্ল্যাহ, সাভার, ঢাকা।
সিরাজগঞ্জ : শাহরিয়ার নাফিস অরিত্র, সদর, সিরাজগঞ্জ।
ফেনী : মোহাম্মদ হাসান, আব্দুর রহমান, সাকিব হোসেন ওহি, সোনাগাজী; আব্দুল্লাহ আল নোমান, সদর, ফেনী।
পাবনা : খালিদ সাইফুল্লাহ, নাজিবা বুশরা, সদর, পাবনা।
অন্যান্য জেলাসমূহ : মো. জুবায়ের আলম, হাইমচর, চাঁদপুর; খালিদ হাসান, সদর, টাঙ্গাইল; শাওন সরকার সাজিদ, সদর, রংপুর; মুহাম্মাদ হাসানুর রহমান, সদর, গোপালগঞ্জ; সাদিয়া আক্তার, সদর, বাহ্মণবাড়িয়া; তাওফিক নিয়াজ, সদর, নওগাঁ; সাদিয়া সুলতানা, সাদুল্লাহপুর, গাইবান্ধা; মো. ইকরামুল হক, কুমারখালী, কুষ্টিয়া; শামসুদ্দোহা সিয়াম, রাজারহাট, কুড়িগ্রাম; শোয়াইব হাসান, বিরামপুর, দিনাজপুর।

নভেম্বর ২০২১ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. জিনাত তাবাস্সুম
সদর, গাজীপুর;
২. মোহাম্মদ ফয়েজউদ্দিন
লোহাগড়া, চট্টগ্রাম;
৩. মো. সামিন ইয়াসার
রামপুরা, ঢাকা;
৪. শাহরিয়ার নাফিস অরিত্র
সদর, সিরাজগঞ্জ;
৫. মোহাম্মদ হাসান
সোনাগাজী, ফেনী।

Share.

মন্তব্য করুন