কে যেন এক ডাকাত নেতা বলল এসে
বাংলা ভাষা চলবে না আর বাংলাদেশে!
বাংলা মায়ের দামাল ছেলে উঠলো ফুঁসে
রক্ত দিল, জীবন দিল শুধুই হেসে!
আমার মায়ের মুখের ভাষা রক্তে কেনা
রক্ত দানের ঋণ কখনো শোধ হবে না!
বরকতেরই রক্তে ভেজা বর্ণ দিয়ে
জব্বারেরই জীবন দেয়া শব্দ নিয়ে;
মা আমাকে ডাকলো ¯েœহে, ‘শোন রে খোকা
সালাম, রফিক না যেন পায় শুধুই ধোঁকা।
এখন থেকে বলবি কথা এই ভাষাতেই
তারা তো বাপ জীবন দিল এই আশাতেই।
শুধুই কেন দরদ দেখাস একুশ এলে,
কী লাভ হলো আমার ছেলের রক্ত ঢেলে!’

Share.

মন্তব্য করুন