নতুন ক্লাসে ওঠার পরে
মন থাকে না পড়ার ঘরে
পড়তে যখন বসি,
আমায় ডাকে রাতের তারা
জোছনা মাখা শশি।

বন ডাকে আর পাখির সাথে
ডাকছে সবুজ পাতা;
ঝিঁঝিও ডাকে পড়ার মাঝে
ঠিক থাকে আর মাথা?

মাটির বোনা ফুলের টবে
দেখছ গোলাপ আঁকছি কবে?
ইশ! রে কি যে করি!
আমায় ডাকে জুঁই চামেলি
হলদে দুটো পরী…

আকাশ পাড়ে মেঘের মেয়ে
উড়ছে বকের সারি,
দেখবি সকাল ডাকছে পাখি
আয় রে তাড়াতাড়ি।

উদাস উদাস দুষ্টু হাওয়া
আমার আছে অনেক চাওয়া
বুঝতে তুমি যদি…
ডাকলে তোমায় পালতোলা নাও
গাঁয়ের ছোট্ট নদী।

এখন আমি অনেক বড়
শুনবে বয়স কত?
নার্সারিতে আমিও পড়ি
বয়স তোমার মত…

Share.

মন্তব্য করুন