কার্তিক অগ্রাণ এই দু’টি মাসে
কৃষাণ ও কৃষাণীরা প্রাণ খুলে হাসে।
কাঁচি নিয়ে কৃষাণেরা ছুটে মাঠ পানে
চারদিক মুখরিত রাখালের গানে।

রোদের আলোতে ধান করে চিকচিক
কৃষাণীর দুই চোখে খুশির ঝিলিক।
ঘরে ঘরে পিঠাপুলি হয় প্রতি রোজ
কৃষাণ কৃষাণী মিলে পিঠা করে ভোজ।

হিম হিম বাতাসেতে গায়ে লাগে শীত
হেমন্তে শীত এসে হলো উপনীত।
নয়া ধানে চারদিক মেতে আছে ঘ্রাণে
এমন সোনার দেশ নেই কোনোখানে।

Share.

মন্তব্য করুন