সবুজ শ্যামল বাংলা আমার
দেখতে পরিপাটি।
সোনার চেয়েও খাঁটি আমার
এই দেশেরই মাটি।

গাছে গাছে নানান পাখির
হয় যে আনাগোনা।
সবুজ মাঠের ধানের শীষে
স্বপ্ন যে হয় বোনা।

পাহাড়, সাগর সুনীল আকাশ
কি যে অপরূপ।
বাংলা মায়ের রূপ সাগরে
দিলাম আমি ডুব

আউল বাউল লালনের দেশ
সোনার বাংলা আমার।
এই দেশেতে জন্ম নিতে
চাই আমি বারবার।

যতই দেখি মন ভরে না
রূপের তো নেই শেষ।
সবুজ শ্যামল বাংলা আমার
সোনার বাংলাদেশ।

Share.

মন্তব্য করুন