মাগো, বাবার রক্তমাখা শার্টটা এনে দাও
বাবার শার্টে আঁকবো আমি লাল সবুজের গাঁও।
কেমন করে চলবো মাগো স্বাধীনতার ডানায়
বিজয় দিবস এলেই তোমার অশ্রু কানায় কানায়।

চারদিকে আজ চলছে মাগো ভিনদেশীয় চাল
অসঙ্গতির কোপানলে পাতছে কারা জাল?
তিতুমীরের দেশটাতে মা বীর ছেলেদের অভাব
বর্বরতার কঠিন যুগে পাল্টে গেছে স্বভাব!

রক্তমাখা শার্টটা গায়ে দাও সাজিয়ে আজ
আমরা হবো বীর ইশা খাঁ করতে দেশের কাজ।
খুন খারাবি বাড়ছে মাগো একাত্তরের পরে
প্রতিদিনই যুদ্ধ মাগো চলছে ঘরে ঘরে!

সন্ত্রাসীদের অত্যাচারে দেশবাসী আজ কাঁপে
হিংস্র থাবায় প্রতিদিনই পড়ছে ভীষণ চাপে।
সন্ত্রাসীদের হাতে মাগো জিম্মি কেনো দেশ?
তবে কী মা একাত্তরের ধরবো রণ বেশ!

স্বাধীনতার সুখ যদি মা কালো হাতে থাকে
ভোরবেলাতে গানের পাখি কেমন করে ডাকে?
কথা দিলাম নতুন করে দেশটাতে মা লড়ে
আমরা না হয় বীরের বেশেই ফিরবো মায়ের ঘরে।

Share.

মন্তব্য করুন