শাপলা ফোটে বিলের জলে
আমার সবুজ গায়
কাশের বনে ডাহুক ডাকে
দেখবি কে কে আয়।

হিমেল হাওয়া নদীর ঢেউয়ে
মাঝি পাল উড়ায়
পেখম মেলে ময়ূর নাচে
রূপসী বাংলায়।

শীত সকালে কাস্তে হাতে
কৃষক চলে মাঠে
ভাটিয়ালি গানের সুরে
সোনালি ধান কাটে।

পূব আকাশে সূর্যি মামা
ঝলমলিয়ে উঠে
রঙিন ডানায় প্রজাপতি
ফুলে ফুলে ছোটে।

Share.

মন্তব্য করুন