প্রিয় বন্ধুরা
শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছো সবাই। দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরও একটি বছর। জীবন থেকে চলে গেলো বছরটি। এভাবেই সময় চলে যায় মানুষের জীবন থেকে।
বছরের শেষ মাস ডিসেম্বর। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস! বিজয় মানেই আনন্দ! বিজয় মানে অন্যরকম অনুভূতি! এ আনন্দ এ অনুভূতি আমাদের স্বাধীনতার! আমাদের নিজের করে বেঁচে থাকার!
বিজয়ের পঞ্চাশ বছর! পঞ্চাশ বছর বিরাট সময়! অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে আমাদের বিজয়ের! আমরা একে গৌরবের এবং সম্মানের মনে করি।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় হলো আমাদের দেশ। আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশ আমাদের মর্যাদার! আমাদের আশা আকাক্সক্ষার। আমরা দেশকে ভালোবাসবো! দেশের মানুষকে ভালোবাসবো। এবং দেশ ও মানুষের জন্য কাজ করবো। আমরা গড়ে উঠবো সৎ ও যোগ্য নাগরিক হিসেবে।
সুনাগরিক হবো আমরা। দেশকে যারা ভালোবাসে তারা অসৎ নাগরিক হতে পারে না। তারা পারে না দেশের বিরুদ্ধে কাজ করতে। প্রকৃত নাগরিক দেশ এবং দেশের মানুষের পক্ষেই করবে সব।
সুতরাং আমরা বিজয়ের আনন্দ চাই।
জীবনের আনন্দ চাই। চাই সুনাগরিক হওয়ার সুন্দর পরিবেশ! বিশ্ব দরবারে আমরা যেনো সম্মানিত হই!

Share.

মন্তব্য করুন