পিপ পিপ পিপ
রাজধানী ঢাকা যাই
চড়ে ছোট জিপ,
নদী পথে দেরি হয়
চাইনে রে শিপ,
এ আমার ঘর-বাড়ি
নয় কোন দ্বীপ,
জোরে চলে ছোট গাড়ি
কি দারুণ ট্রিপ,
ধুলো পড়ে ঘোলা হলো
চোখ মুখ লিপ,
রাস্তায় ক্ষুধা লেগে
পেট হলো ডিপ,
তাড়াতাড়ি খেয়ে নিই
কোক আর চিপ।

পিপ পিপ পিপ
রাজধানী ঢাকা যাই
চড়ে ছোট জিপ।

Share.

মন্তব্য করুন