মেহমান
কিপটা বল্টুর ঘরে মেহমান এলো-
বল্টু : কী খাবেন, ঠাণ্ডা না গরম?
মেহমান : ঠাণ্ডা।
বল্টু : পেপসি নাকি রুহ আফজা?
মেহমান : পেপসি।
বল্টু : গ্লাসে খাবেন নাকি বোতলে?
মেহমান : গ্লাসে।
বল্টু : নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে?
মেহমান : ডিজাইনওয়ালা গ্লাসে।
বল্টু : কি ডিজাইন ফুলের নাকি ফলের?
মেহমান : ফুলের ডিজাইন।
বল্টু : কি ফুল, গোলাপ না বেলি?
মেহমান : গোলাপ ফুলওয়ালা।
বল্টু : বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
মেহমান : ছোট ছোট।
বল্টু : সরি, আপনাকে তাহলে আমি আর পেপসি খাওয়াতে পারলাম না। কারণ আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোনো গ্লাস নেই। আমার বাড়িতে আসার জন্য ধন্যবাদ। আবার আসবেন!

স্টেশনে আগে আসা
পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছে-
স্ত্রী : ট্রেন তো রাত দশটায়। বিকেল পাঁচটায় আমাদের সবাইকে স্টেশনে নিয়ে এসেছো কেন?
স্বামী : স্টেশনে আগে না এলে কী কী জিনিস বাড়িতে ফেলে এসেছি, তা তো মনে পড়বে না।

দাদু
দুই চাপাবাজ বন্ধু বসে গল্প করছে-
১ম বন্ধু : আমার দাদুর অনেকগুলো গরু ছিল, যা চরাতে ৩-৪টা মাঠের দরকার পড়ত।
২য় বন্ধু : আমার দাদু বাঁশ দিয়ে মেঘ সরিয়ে রোদে ধান শুকাতো।
১ম বন্ধু : তুই মিথ্যা কথা বলছিস, তোর দাদু এত বড় লম্বা বাঁশ কোথায় রাখতো রে?
২য় বন্ধু : কেন? তোর দাদুর গোয়ালে।

অপারেশন থিয়েটার
এক মক্কেল দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে উকিলের কক্ষে ঢুকে তার সঙ্গে কথা বলছেন-
মক্কেল : উকিল সাহেব, আমি একটু আগে সিনেমা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে তো সিনেমা দেখানোর বদলে জ্যান্ত মানুষ কাটা দেখাচ্ছে।
উকিল : তা আপনি সিনেমা দেখার জন্য কোন সিনেমা হলে গিয়েছিলেন, শুনি?
মক্কেল : কেন? সব থিয়েটারেই তো সিনেমা চলে। আমি যে থিয়েটারে গিয়েছিলাম, তার সামনে লেখা ছিল ‘অপারেশন থিয়েটার’।

Share.

মন্তব্য করুন