প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানাই।

আশা করি ভালো আছো। সুস্থ আছো। আছো আনন্দে। বহুদিন পর খোলা হলো স্কুল। বন্ধুদের সাথে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুদিন দেখা হচ্ছে। শিক্ষকদের সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে মুক্ত আকাশের সাথে। সামনেই পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ভালো ফলাফল করতে হবে। এর জন্য চাই নিয়ম মেনে লেখাপড়া। মন ঢেলে পড়াশোনা করা জরুরি। লেখাপড়া করে ক্লান্তি অথবা অবসাদ এলে খোলা আকাশে চোখ রাখো। ভাবো মহাকাশ নিয়ে। মাথার ওপর কি বিশাল আকাশ। অথচ কোনো খুঁটি নেই। কতদূর আকাশ, তার কোনো সীমাও নেই। মহাকাশকে জানার চেষ্টা করছে মানুষ! চেষ্টা করছে বহুকাল ধরে। চাঁদে গেছে মানুষ। এখন যেতে চাচ্ছে মঙ্গলে। কতদূর যেতে পারবে মানুষ জানে না। কিন্তু চেষ্টা এবং অভিযান চালিয়ে যাবেই মানুষ এটিই বড় কথা! সেই অভিযানের প্রয়োজনে শূন্যে নির্মাণ করেছে মহাকাশ স্টেশন। মহাকাশ নিয়ে ভাবতে হবে আমাদের। জানতে হবে এর বিশালত্ব। তবেই আমরা অনুমান করতে পারবো মহান স্রষ্টার ক্ষমতা সম্পর্কে।

Share.

মন্তব্য করুন