ভালো শিক্ষকের ছাত্র
এক ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। ছাত্র পড়ালেখা কিছুই পারে না। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রকে বলছেন-
শিক্ষক : তুমি তো কিছুই পারো না। আমি তোমার বয়সে কঠিন কঠিন অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতাম।
ছাত্র : স্যার, আপনি হয়তো ভালো শিক্ষকের ছাত্র ছিলেন।
শিক্ষক : মানে?
ছাত্র : আপনার শিক্ষক ভালো পড়াতে পারতেন হয়তো। তাই আপনি আজ শিক্ষক হতে পেরেছেন। কী আর করা বলুন, সবার ভাগ্য তো আর সমান হয় না।

গরম কী আছে
একদিন এক লোক রেস্টুরেন্টে গেলেন-
লোক : এই, গরম কী আছে?
ওয়েটার : বিরিয়ানি, খিচুরি, তেহারি।
লোক : আরও গরম কী আছে?
ওয়েটার : মোগলাই পরোটা, পুরি।
লোক : আরও গরম কী আছে?
ওয়েটার : দুধ, চা, কফি।
লোক : আরও গরম কী আছে?
ওয়েটার : আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোক : যাও, এক প্লেট নিয়ে আসো।
ওয়েটার : কেন? কী করবেন?
লোক : সিগারেট জ্বালবো।

ডাক্তার থেকে দূরে থাকা
ছেলে : বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা : হুমম, যায় তো।
ছেলে : তাহলে একটা আপেল দাও তো বাবা।
বাবা : তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলে : ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো!
দাওয়াত খাওয়া
এলাকার এক মুদি দোকানের মালিক আর তার কর্মচারীর মধ্যে কথা হচ্ছে-
মালিক : আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো?
কর্মচারী : লিয়াকত সাহেব।
মালিক : গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারী : লিয়াকত সাহেব।
মালিক : আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারী : লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী খানিকটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল- হুজুর, আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিক : না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।

বিদেশিদের মতো
নতুন বছর উদযাপন করতে যুক্তরাষ্ট্র ঘুরে ফিরেছেন সুরুজ। ফিরেই তিনি ছুটে গেলেন স্ত্রীর কাছে।
সুরুজ : ওগো, শুনছ, আমাকে কি বিদেশিদের মতো দেখায়?
স্ত্রী : কই, না তো!
সুরুজ : আমিও তো তা-ই বলি। আজব কারবার, যুক্তরাষ্ট্রে সবাই আমাকে দেখে বলে, ‘আপনি কি বিদেশি?’

গাড়ির ইন্ডিকেটর
দুই বন্ধু গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ এক বন্ধুর মনে হলো, গাড়ির ইন্ডিকেটর বাতিটা কাজ করছে না। তিনি অপর বন্ধুকে বললেন, ‘দেখো তো, ইন্ডিকেটরটা কাজ করছে কিনা?’
অপর বন্ধু গাড়ি থেকে নামলেন। সামনে থেকে দেখে বললেন, ‘জ্বলেছে! না না, নিভে গেছে! আবার জ্বলেছে! যাহ নিভে গেল আবার! জ্বলেছে! নিভে গেছে! আবার জ্বলল…।’

Share.

মন্তব্য করুন