কাকের গানে কা-কা তানে
ঝালাপালা কান
দিনে কা-কা রাতে কা-কা
-এও নাকি তার গান।

বেলকুনিটার একটু কাছে
আমের গাছে বাসা
মরা ডাল আর খড়-কুটাতে
অযতেœ বেশ ঠাসা।

কালো ডানা কালো দু’পা
আরো কালো ঠোঁট
কাকের সাথে কাকের আবার
দারুণ ঐক্যজোট।

রেগে গেলেও কা-কা ডাকে
খুশিতেও কা-কা
কাকের গানে জ্বালা প্রাণে
যাচ্ছে না আর থাকা।

Share.

মন্তব্য করুন