তুমিই আশা, প্রাণের ভাষা
তোমার নামটি জপি
তোমার কাছেই এই আমাদের
সকল কিছু সপি।

নয়নাভিরাম চোখ দিয়ে তুমি
চাহনিতে ঢাকো মোরে
কোন্ সে মায়ার লোভী হয়ে আমি
কিভাবে যে যাই সরে!

তোমার নামের সুর করে যায়
রাখাল ছেলের বাঁশি
তোমার রূপের ধূপ জ্বেলে যায়
চপল মেয়ের হাসি।

ছয় ঋতু আছে আমার এই দেশে
নানা রূপ নানা রঙ
সেই রঙেরই খেল দেখাবে
আকাশ-পাহাড়-বন।

Share.

মন্তব্য করুন