আকাশ ভরা চন্দ্রতারা
দেখে দু’চোখ দিশেহারা
মন হয়ে যায় কবি
ঘুম আসে না একলা জাগি
আঁকি নানান ছবি।

রাতের পাখি ডেকে বলে
চলে এসো মোদের দলে
কাব্য হবে শোনো
ভরবে পরান বুক তোমারই
ভরবে হিয়া মনও।

ঝিঁঝি পোকা ঝিঁঝি স্বরে
ডাকছে আমার নামটি ধরে
সুরে সুরে শুধায়
আমি নাকি গল্প লেখি
ভাবের রঙিন সুধায়।

জোনাক বাতি জ্বলে-নেভে
কি জানি কি ভাব না ভেবে
হাতছানিতে ডাকে
আমায় নিয়ে ঘুরতে যাবে
সন্ধ্যা নদীর বাঁকে।

কি আর করি দরজা খুলে
বের হয়ে যাই হেলে দুলে
হাতে নিয়ে খাতা
সবার সাথে হেসে খেলে
জমাই মুখরতা।

পার করে দিই রাত
বুকের মাঝে এত্ত খুশি
আসলো অকস্মাৎ!

Share.

মন্তব্য করুন