কাগজে-কলমে শিশু অধিকার

কেউ কি বলেছো আমাদের কথা, কারা কী করেছো শুনি?
গল্প শোনাও- এক ছিল টোনা আর এক ছিল টুনি।
দেখেছো কি কেউ কোথায় ঘুমাই কোথায় রাত্রি কাটে?
কেউ কি দেখেছো আমরা কী করি সবাই যখন মাঠে?

আমরা কি যাই স্কুলে কেউ, আমরা কি পাই বই?
বছর শুরুতে কত কিছু করো, আমরা তখন কই?
আমাদের যখন অসুখ-বিসুখ ওষুধ-পথ্য মেলে?
আমরা কি কারো কন্যা এখানে, আমরা কি কারো ছেলে?

টিভি-রেডিওতে শিশু অধিকার আদায়ের কথা শুনে,
কাগজে-কলমে গুণীজন যান স্বপ্নের জাল বুনে।
অথচ জানো কি আমাদের নেই স্বাস্থ্য-শিক্ষা-বাড়ি,
এসব বলতে গেলেই তখন হয়ে যাবে বাড়াবাড়ি।

বছরে একটা ‘শিশু দিবস’ কি যথেষ্ট হতে পারে?
জাতিসংঘের নির্দেশনা সুর তো তোলে না তারে।
তবু বেঁচে আছি কেন বেঁচে আছি খুঁজি না অর্থ তার,
আমরা শিশুরা কখনো পাবো কি আমাদের অধিকার?

Share.

মন্তব্য করুন