চারিদিকে শরতের পালতোলা হাসি,
ফুলেদের রঙ-মেলা খুব ভালোবাসি।
কৃষকেরা বীজ বুনে সবুজের মাঠে,
জেলেদের কোলাহল মাছ-ধরা ঘাটে।
প্রজাপতি ডানা মেলে উড়ে ঝিঙে-ফুলে,
আকাশেতে সাদা মেঘ খেলে প্রাণ খোলে।
সারি সারি বক বসে নদী-ধার ঘেঁষে,
ঠোঁট দিয়ে মাছ ধরে উড়ে রাজা বেশে।
ছোটদের ফুল-কুড়া শিউলির তলে,
কখনো বা ছুটে তারা শাপলার জলে।

Share.

মন্তব্য করুন