প্রিয় বন্ধুরা
শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছো।
প্রায় দেড় বছর পর স্কুল খুলছে! আহা কী আনন্দ! বন্ধুদের সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে শিক্ষকদের সাথে।
কত কথা জমা ছিল মনে। সব বলা হবে এবার।
এখন থেকে লেখাপড়ায় মন দিতে হবে বেশ। লেখাপড়া ভালো হলে সব ভালো হবে। লেখাপড়ার মাধ্যমেই জানা যায় নিজেকে। জানা যায় নিজের অধিকার সম্পর্কে।
অক্টোবর মাসেই বিশ্ব শিশু অধিকার দিবস। এ দিবসটি ঘোষণা করেছে জাতিসঙ্ঘ।
তোমরা যারা শিশু-কিশোর, তোমাদের অধিকার নিয়েই দিবসটি পালিত হয় সারা বিশ্বে। তোমাদের অধিকারগুলো তোমাদের জেনে নিতে হবে। পড়ালেখার ভেতর দিয়েই জানতে পারবে কি কি অধিকার আছে তোমাদের। নিজের প্রতিও নিজের কিছু অধিকার আছে। নিজেকে সুন্দর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই নিজের প্রতি সবচেয়ে বড় অধিকার। একইসাথে এটি নিজের প্রতি নিজের দায়িত্বও। এ দায়িত্ব পালন করা জরুরি। সুন্দর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুললেই জীবন সুখী হয়!

Share.

মন্তব্য করুন