নেইকো তাদের টাকার গরম
নেই ঘুমানোর তোশক নরম
কোনোরকম দিন কেটে যায়
পায় না খাবার নিত্য
এরাই মধ্যবিত্ত।

হঠাৎ যদি চাকরি হারায়
পিছন থেকে অভাব তাড়ায়
তখন থেকে ভাবনা শুরু
ব্যাকুল থাকে চিত্ত
এরাই মধ্যবিত্ত।

গভীর রাতে অশ্রু ঝরায়
জীবন চলে ভাঙা গড়ায়
কষ্ট ত্যাগে জীবন তাদের
কাটে একাকিত্ব
এরাই মধ্যবিত্ত।

হন্যে হয়ে কাজের আশায়
নয়ন জলে বুকটা ভাসায়
কেউবা সকাল-সন্ধ্যা খাটে
হয়ে কারো ভৃত্য
এরাই মধ্যবিত্ত।

Share.

মন্তব্য করুন