এই তো সেদিন বাবার সাথে গেলাম নদীর পাড়ে
বনবনানী দেখতে পাহাড় গাঁয়ের বিলের ধারে,
বাবার কাছে কতো আদর বাবা আমার ছায়া
যার পরশে জুড়ায় দেহ মনের যতো মায়া।

এই তো সেদিন বাবার সাথে গেলাম খেলার মাঠে
হাতটা ধরে বাবার সাথে গেলাম বাজার হাটে,
বাবা আমার বটের ছায়া বাবা আমার সব
বাবার থেকেই শুনতে পেলাম পাখির কলরব।

এই তো সেদিন বাবার সাথে গেলাম নানা বাড়ি
সঙ্গে ছিলো ছোট্টবোন আর নতুন গরুর গাড়ি।
বাবার দেয়া খরচ করার টুকটুকে লাল নোট
বাবার সাথে চড়ুই খেলার বাঁধি নতুন জোট।

বাবার দেয়া নতুন জামা মনে আনে সুখ
কষ্ট বুকে কেউ দেখে না বাবার পোড়া বুক
হাজার ব্যথা বুকে চাপায় হাসতে জানে মুখে
সহ্য করে দিন চলে যায় থাকুক সবাই সুখে।

বাবার আমায় পথ দেখালো নীতির দুয়ার খুলে
বাবার কাছে সন্তানেরা আদরে তুলতুলে,
বাবা মানে স্নেহ মায়ায় কাটাই সারাবেলা
সেই বাবা আজ সবার কাছে কেন অবহেলা?

সেই বাবা তো চলে গেছে আমায় দিয়ে ফাঁকি
বাবা ছাড়া হাজার কষ্ট চাপিয়ে বুকে রাখি,
বাবার দেয়া নতুন জামার কথা মনে হলে
কষ্টে আমার বুক ফেটে যায় দুই নয়নের জলে।

বাবার আমার ঘুমিয়ে আছে গাঁয়ের কবর পাড়
বড্ড সুখে আছি আমি নেই না খবর তার,
বাবা তুমি ভালো থেকো একটু দিও আদর!
বাবা তুমি আমার বুকের ঘুমপাড়ানি চাদর।

Share.

মন্তব্য করুন