দস্যিরা আজ কেউ পাঠে নেই
তারাও মেঘের টুকরো কি?
বর্ষাকালে তাদের বেলায়
সাতদিনই হয় শুক্র কি?

মেঘ ঠেলে আজ দিচ্ছে উঁকি
সূয্যিমামার রশ্মিরা
রশ্মি ধরে উড়াল দিয়ে
মেঘ ছুঁতে চায় দস্যিরা।

আজকে আমি তাদের সাথে
নাইতে নদে ছুটবো রে
স্বচ্ছ সে-জল ঘোলাট করে
মাছ উঠাবো মুঠ ভরে।

বৃষ্টি আসায় পাখপাখালি
ফিরছে স্ব-স্ব মঞ্জিলে
ইচ্ছে আমার পক্ষি হয়ে
রোজ হারাতে বন-ঝিলে।

Share.

মন্তব্য করুন