নীল নীলিমায় মেঘের বাড়ি
নদীর ধারে কাশের সারি
আম্মু দেখো কেমন করে
আমার খাতায় আঁকতে পারি!

শিউলি বকুল পদ্ম কেয়া
শালুক ভরা ছোট্ট খেয়া
আঁকছি যত মনের মতো
ড্রয়িং খাতা বাবার দেয়া।

আম্মু হেসে আদর মেখে
বাহ্বা জানায় চেষ্টা দেখে
‘গুড ভেরি গুড’ শুনেই খুশি
কোন সে ঋতু! শরৎ এঁকে।

Share.

মন্তব্য করুন