আপেলের সঙ্গে
রামিম এক আপেল বিক্রেতার কাছ থেকে আপেল কিনে বাড়ি চলে গেল। পরদিন আবার সেই আপেল বিক্রেতার কাছে গিয়ে বলল-
রামিম : দাদা, কী আপেল দিয়েছেন! আপেল থেকে পোকা বেরিয়েছে। এ আপেল তো ভালো নয়!
ফল বিক্রেতা : দাদা, নিয়ে যান। লাকি ড্র চলছে। গতকাল একটা আপেল থেকে মোটরবাইক বেরিয়েছিল।

অ্যালার্ম ঘড়ি
একদিন গৃহকর্তা একটি মোরগকে বললেন-
গৃহকর্তা : সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো।
মোরগ : কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!

লাইব্রেরি
মাঝরাতে পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানের কাছে ফোন এলো-
লোক : হ্যালো, লাইব্রেরি কয়টায় খোলে?
লাইব্রেরিয়ান : আপনি কি এই কথা জানার জন্য আমাকে এত রাতে ফোন করলেন?
লোক : আহা! বলুন না লাইব্রেরি কয়টায় খোলে?
লাইব্রেরিয়ান : সকাল নয়টায়।
লোক : তার আগে খুলবে না?
লাইব্রেরিয়ান : না।
লোক : কোনোভাবেই খুলবে না?
লাইব্রেরিয়ান : না… কেন, কী করবেন এত সকালে লাইব্রেরিতে এসে?
লোক : আমি আসবো কে বলল আপনাকে? আমি তো বের হবো!

বড়শি
একটি পুকুরে দুটি পুঁটি মাছের কথোপকথন-
প্রথম পুঁটি : এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছে করে না।
দ্বিতীয় পুঁটি : তাহলে কী করবি?
প্রথম পুঁটি : এই পুকুরের বাইরের জগৎটা দেখতে বড় সাধ হয়।
দ্বিতীয় পুঁটি : এখান থেকে বের হওয়ার একটা মাত্র উপায় আছে।
প্রথম পুঁটি : কী উপায়?
দ্বিতীয় পুঁটি : বড়শি দেখলেই ঝুলে পড়বে।

বিখ্যাত হওয়ার উপায়
একদিন বিকেলে তিন বন্ধু মিলে গল্প হচ্ছে-
প্রথম বন্ধু : আমার দাদা একজন বিখ্যাত সৈনিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি অস্ত্র হাতে ৫০ জন যোদ্ধাকে কুপোকাত করেছিলেন।
দ্বিতীয় বন্ধু : আমার দাদা ছিলেন আরও বিখ্যাত। খালি হাতেই তিনি ১০০ জন যোদ্ধাকে ধরাশায়ী করতে পারতেন।
তৃতীয় বন্ধু : আজ যদি আমার দাদা বেঁচে থাকতেন, তিনিও একজন বিখ্যাত লোক হতেন।
প্রথম বন্ধু : কীভাবে?
তৃতীয় বন্ধু : বেঁচে থাকলে তার বয়স হতো ১৫২, এটাই কি বিখ্যাত হওয়ার জন্য যথেষ্ট নয়?

লেজে আগুন
আকাশে ফাইটার জেট উড়তে দেখে এক ঈগল জিজ্ঞেস করল আরেক ঈগলকে-
প্রথম ঈগল : ওটা এত দ্রুত ওড়ে কী করে?
অন্য ঈগল : তোমার লেজে আগুন ধরিয়ে দিলে তুমিও ওরকম দ্রুত উড়তে পারবে।

Share.

মন্তব্য করুন