বন থেকে এক পাখির ছানা আনল ধরে খোকা
রাখল তাকে বন্দী করে লোহার রঙিন খাঁচায়
পাখির ছানার খাওয়ার জন্য আনল ধরে পোকা
বলল আরও খেতে দেবে যখন পাখি যা চায়…

তবুও এতে মন ভরে না বন্দী পাখির ছানার
ঝাপটিয়ে তার ছোট্ট ডানা ডাকে শুধু মাকে
বলল খোকা, ডাকিস কেন, স্বাদ নেই কী দানার
তোর মতো খুব সুখে কী আর অন্য পাখি থাকে?

অবুঝ খোকার কথা শুনে বলল পাখির ছানা,
বনের পাখি বনেই আমার ছিল অনেক সুখ
মনে সুখে উড়ে যেতাম করতো না কেউ মানা
এখন তোমার বন্দী খাঁচায় আমার কেবল দুঃখ।

খোকার মনে জাগল দয়া পাখির কথা শুনে
লোহার খাঁচার দরজা খুলে দিল তাকে ছেড়ে
পাখিরাও তাদের মনে স্বপ্ন কত বুনে
কী লাভ বলো তাদের সেসব অধিকারটা কেড়ে?

Share.

মন্তব্য করুন