গ্রামটা আমার আমারই থাক
সবুজ ভরা মাঠেরই তাক
ধান কাউন আর রঙিলা শাক।
মাঠের মাঝে শ্যামলা মেয়ে
মাটির মাখা দরদ পেয়ে
নীরব থাকে অবাক চেয়ে।

মেঠোপথে রোদেল হাওয়া
মোহন সুরে পাখির গাওয়া
এই গাঁয়েতে যায় যে পাওয়া।

সবুজ ঘেরা গাঁয়ের পাশে
খালে-বিলে কলমি ভাসে
পদ্মফুল আর শাপলা হাসে;

গ্রামটা আমার আমারই থাক
মায়ার বাঁধন সবারই থাক
গ্রামটা আমার আমারই থাক।

Share.

মন্তব্য করুন