আম জাম লিচু আর কাঁঠালের দেশ,
আনারস তরমুজ আছে আরো বেশ।
পেয়ারা ও কদবেল জামরুল কত,
চাও যদি খেতে পারো আছে শতশত।
আপেল আঙুর আর কমলাও আছে,
নাশপাতি বেদানারা ঝুলে রয় গাছে।

আমলকি জলপাই কত টক নিবে?
কামরাঙা তেঁতুলেও জল আসে জিভে।
স্ট্রবেরি আর বেলে আছে কী যে মজা,
না খেলে তা কোনোভাবে যায় না যে বোঝা।
কলা পেঁপে নারিকেল সারা মাস পাবে,
ফলে ফলে ভরা দেশ বলো কত খাবে?

বাঙ্গি ও কুল পাবে যদি তুমি চাও,
মজা করে ফল খেয়ে প্রাণটা জুড়াও।

Share.

মন্তব্য করুন