আহা কি আনন্দ

নতুন জুতো-জামা কিনি
কোরবানী দেই, গরু চিনি
আহা কি আনন্দ-
ঈদে খুশির ছন্দ
মাংশ-পোলাও গন্ধ,

ঈদগাহে যাই নামাজ পড়ি
সবাই গলাগলি করি
পাঠশালাও বন্ধ
কি ঈদের আনন্দ
নয় কেহ আজ মন্দ।

কোরবানী ঈদ এলে

ছোটো ছোটো শিশুরাও
খুব খুশি রয়
কোরবানী ঈদ এলে
আনন্দময়
সব শুভ হয়
মানবের জয়
সত্যের জয়-

পোলাও- মাংশ- খির
সবে মিলে খাই
নতুন পোশাক পরে
গলাগলি ভাই
আল্লাহর রহমতে
সকলকে চাই।

আল্লাহুম্মা লাব্বায়েক

বিশ্ব মুসলিম ডাকে দ্যাখ
আল্লাহুম্মা লাব্বায়েক
ইব্রাহিমের মহান ত্যাগ-

আমরা সবাই জানি,
আল্লাহর পথে প্রিয় বস্তু
করেছেন কোরবানী-

সে পথ ধরে আমরা সবাই
ধর্মের পথে এগিয়ে যাই
ঈদুল আযহার আনন্দ পাই
মুসলিম উম্মায় সবাই আগাই।

মহান আল্লাহর নামে

মহান আল্লাহর নামে সবে
করোরে কোরবানী
লৌকিক নয় ধর্মের এই
ত্যাগের কথা জাানি-

হয়রত ইব্রাহিমের ত্যাগ
মহাকালে রয় উল্লেখ-
জবাই করি অন্তরেরই
পশুটাকে আজ
মহান আল্লাহর নামেই এসো
করি ভালো কাজ।

Share.

মন্তব্য করুন