প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিও।
ভালো আছো এমনই আশা করি।
কামনা করি ভালো থাকো সবসময়। করোনা এখনও আতংকের! এখনও আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করি। একই সাথে সাবধানতা অবলম্বন করবো। যতটা সম্ভব একজন আরেকজনকে সাহায্য করবো।
ঋতুবৈচিত্রে এখন বর্ষা মৌসুম। বৃষ্টির আনন্দ আছে। সৌন্দর্য আছে। আছে সজীবতা। বর্ষায় আমাদের প্রকৃতি নতুন প্রাণ পায়। সেজে ওঠে নতুন রূপে। মিষ্টি পানির বৃষ্টিতে বৃক্ষরা স্বচ্ছন্দ হয়ে ওঠে।
বৃষ্টির সুবিধা যেমন আছে। অসুবিধাও কম নয়। পথঘাট কাদাকাদা হয়ে যায়। ডুবে যায় কোনো কোনো অঞ্চল। চলাচলে সমস্যা হয়। সেই সাথে কিছু রোগজীবাণুও থাকে। এসব বিষয়ে সচেতন হতে হবে। মনে রাখতে হবে যখন তখন ভেজা যাবে না বৃষ্টিতে। এতে ঠাণ্ডা লেগে জ্বর সর্দি হতে পারে।
নিজের প্রতি যত্ন নিতে হবে। ভালো রাখতে হবে মন। ভালো মনে ভালো কাজ করা সহজ হয়!

Share.

মন্তব্য করুন