বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে ওই-
পথে-ঘাটে, হাটে-বাটে
জল করে থইথই।
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
বৃষ্টি ঝরার ফাঁকে ফাঁকে
বই ফেলে তাই জানালা দিয়ে
অবাক চেয়ে রই।

বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে ওই-
ছোট্টবেলার দিনগুলো সব
হারিয়ে গেল কই?
দল বেঁধে সেই শিল কুড়ানো
নেচে গেয়ে দিল জুড়ানো
কই গেল সেই ছোট্টবেলার
অবাধ্য হইচই?

বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে ওই-
কোথায় গেল মজার পড়া
আমার ছড়ার বই?
মনের ঘরের বাদলা হাওয়া
ঝির ঝির ঝির করছে ধাওয়া
কাঁথায় তবু মুখ লুকিয়ে
ঘুমিয়ে পড়ার নই!

Share.

মন্তব্য করুন