বর্ষা এলো তাই-
ফর্সা আকাশ কালো মেঘে ছায়,
গাঁও গেরামে হাঁটছে মানুষ কাদা মেখে পায়,
কলা গাছের ভেলা নিয়ে ছুটছে দুষ্টু ছেলে,
বৃষ্টি ফোঁটা গায়ে মেখে মনের ডানা মেলে,
সারাটা দিন ছুটছে খোকা ভেজা জামা গায়।

ফুটছে কদম ফুটছে কেয়া
মাঝির সাথে ছুটছে দেয়া,
টেংরা-পুঁটি ধরার লোভে
ঘাপটি মেরে বসেছে বক মশাই।

চাল ভাজা বাদাম ভাজা খেয়ে
আউলা নাচে ছোট্ট মেয়ে,
ডুব পুকুরে শাপলা হাসে
হাঁসের সাথে ডাহুক ভাসে
সুখেরই গান গেয়ে,
কৃষাণ ছোটে হাটের পথে
মাথা ঢেকে ছোট্ট পুরান ছাতায়!

Share.

মন্তব্য করুন