দেয়া নামো তুমি
নিঝর ধারায়
টাপুর টুপুর সুরে..
নীপ-কেতকীর
সুবাসে হৃদয়
হারাক অচিনপুরে।

খোঁপাটি সাজিয়ে
দোপাটি ফুটুক
কামিনী ছড়াক মায়া..
দেয়া তুমি নামো
অঝোর গতিতে
ভিজুক বকুল ও চায়া।

সূর্য লুকাক মেঘের নদীতে
তূর্য বাজুক নভে;
বিজলি ঝিলিক বার্তা শোনাক
তুমুল বৃষ্টি হবে।..

ভিজুক শুষ্ক তৃণ মৃত্তিকা
ভিজুক তুর্মা মুথা..
চাষির অলস ছেলেটি না খোঁজে
হাল না বাওয়ার ছুতা।

নামো রিমঝিম
রুপোলি বৃষ্টি
দৃষ্টি ছাপিয়ে ঝরো..
নেমে ঝরঝর
মেঘ-ছন্দের
আবেগ সৃষ্টি করো।

নামো গররার, লাচারি, কাফেলা
রেখ তার তাল তুলে..
ঢেউ উপচানো নদী বেয়ে বেয়ে
মাঝি যাক পাল তুলে।..

আহা মেঘমালা
ঝরো ঝরনার
সিঞ্জিনী উচ্ছ্বাসে..
ঘন মিঞ্জিরি
সুখে দোল খাক
প্রাণ উছলাক ঘাসে।
সুখদর্শন
গুলনার্গিস
চাঁপা, বনজুঁই ফুটুক..
সন্ধ্যামালতি
অলকানন্দে
ভেজা মৌমাছি জুটুক।

অহো বৃষ্টি কী যে সৃষ্টি মহাস্রষ্টার খেলা
ছিল দুর্দিন খরা-খরদিন গেছে কষ্টের বেলা
আজ রুমঝুম
তোলে সুরধনি
আকাশ অম্বুরাশি..
যেন পায়জোর
বাজে ঝিনঝিন
ঝড়ো বাতাসের বাঁশি।

দেয়া নামো তুমি শত ঘাসফুল
রূপ মেলে থাক চেয়ে..
লাল শাপলার গোছা হাতে নিয়ে
গান গাক চাষি মেয়ে।

শাদা হাঁসগুলো ডেকে প্যাঁকপ্যাঁক
সাঁতরাক ভরা বিলে..
ঝিঁঝি-দাদুরিরা ফের ডেকে যাক
দাদরার মহফিলে।

নাম টুপটুপ
নাম ঝুপঝুপ
সৃষ্টির বারিধারা..
দেশ ভরে যাক
ধান-দূর্বায়
ঝলকাক চাঁদ-তারা।

Share.

মন্তব্য করুন