আমরা শিশু জন্ম থেকেই
পথের মাঝে বাস,
নীল আকাশের নিচে কেটে
যাচ্ছে বারো মাস।

পাই না খাবার নিয়মমতো
অশ্রুভেজা মুখ,
কেউ বোঝে না পৃথিবীতে
এই আমাদের দুঃখ।

রাস্তাঘাটে দোকানপাটে
করছি কত কাজ,
ভারী কাজে লেগে থাকি
সকাল থেকে সাঁঝ।

পড়াশোনার পাই না সুযোগ
ব্যথাভরা মন,
পড়ে যারা তাদের দিকে
তাকাই সারাক্ষণ।

কোনো আশা হয় না পূরণ
কাঁদি দিবারাত,
সুদিন পেতে প্রভুর কাছে
করি মোনাজাত।

Share.

মন্তব্য করুন