খুকি কুড়ায় ফুল
নিলুফার জাহান

পলাশ শিমুল ফুলের বাগে
খুকি কুড়ায় ফুল
রাঙা ফুলে গাঁথবে মালা
পরবে কানের দুল।

ফুলের ডালা হাতে নিয়ে
খুকি চলে ঘর
বন্ধুরা সব আসবে চলে
সাজায় পুতুল বর।

খুকি সাজে লাল শাড়িতে
নূপুর পায়ে আজ
সোনার কাঁকন হাতে পরে
অপরূপা সাজ।

কনে পুতুল চলে যাবে
সখীর ঘরে হায়
খুকির এখন ব্যস্ত কাজে
সময় চলে যায়।

ইচ্ছে করে
আবরার সাঈদ

ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়তে,
ইচ্ছে করে সকাল-সন্ধ্যা নীল আকাশে ঘুরতে
নীল আকাশে ঘুরে ঘুরে দেখতে তারার মেলা
তারার সাথে তাল মিলিয়ে করতে চাই যে খেলা।

ইচ্ছে করে কান টেনে দেই আমার কিশোর মনকে
ইচ্ছে করে নীল চাঁদোয়ায় বিলাই আলাপনকে।
বিলিয়ে দিতে সবুজ শ্যামল নীল চাঁদোয়ার দেশে
বিশ্ব জুড়ে শান্তি যেন নামে বিজয় হেসে।

রূপের বাংলা
জাবির আহম্মেদ জিহাদ

বাংলা মায়ের দামাল ছেলে
আমরা বেড়াই হেসে খেলে
দোলে সোনার ধান,
পাবে নাকো এমন মাটি
সোনার চেয়ে বেশি খাঁটি
জুড়ায় যেন প্রাণ।

মাঠ জুড়ে ঐ সোনার ধানে
কৃষক চাষির মধুর গানে
হৃদয় লাগে দোল,
সূর্যি মামার দীপ্ত রবি
গাঁয়ের বুকে সোনার ছবি
পাখির মিষ্টি বোল।

নদী পাহাড় ঝরনা আছে
পুকুরগুলো ভরা মাছে
দেখে জুড়ায় মন,
আরও আছে গাছের মেলা
পশু-পাখির দারুণ খেলা
মন মোহনী বন।

 

Share.

মন্তব্য করুন